• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস ট্রফি: সাকিব-তামিম প্রসঙ্গে যা জানালেন প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
ফাইল ছবি

ব্যাটার হিসেবে সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা দেওয়া যায়নি বলে জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আর তামিম প্রসঙ্গে অনেকটা হতাশার কথা জানিয়েছেন তিনি।

রোববার (১২ জানুয়ারি) সাকিব-তামিম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রধান নির্বাচক।

গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পরীক্ষায় নেগেটিভ তাই শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন। আমরা তাকে দল গঠনে ব্যাটার হিসেবে বিবেচনা করেছি। কিন্তু কম্বিনেশনে শুধু ব্যাটার হিসেবে তাকে জায়গা দেওয়া যায়নি।’

তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারটা ভিন্ন। অ্যাকশন নিয়ে ঝামেলায় ছিলেন। সাধারণত অপারেশনস থেকে আলাপ হয়। সেই প্রসেসই ফলো করা হয়েছে। আমরা অপারেশনস থেকেই ফিডব্যাকটা পাচ্ছি।’

তামিম ইকবাল প্রসঙ্গে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তামিমের মতো একজনকে পেলে দল অনেক উপকৃত হতেন। তিনি ভালো ছন্দে ছিলেন। আমরা তাকে মিস করলাম। আমাদের আশা ছিল, হয়তো এই টুর্নামেন্ট খেলবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট তাকে মিস করবে। তিনি দলে থাকলে দল উপকৃত হতো। টপ অর্ডার উপকৃত হতো।’

প্রসঙ্গত, শনিবার এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। আর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, বাদ পড়লেন সাকিব-লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
তামিমের বিদায়ে যে বার্তা দিলো বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের যত রেকর্ড