• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

খুলনাকে হারিয়ে দ্বিতীয় জয় সিলেটের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ১৮:১৮

ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। খুলনাকে ৮ রানে হারিয়ে পরপর দুই ম্যাচে জয় পেয়েছে তারা।

রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে সিলেট। পরে ওই রান তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের বেশি করতে পারেনি খুলনা। ৫ ম্যাচে সিলেটের এটি দ্বিতীয় জয়।

শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল খুলনার। ক্রিজে আশার আলো হয়ে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনি। রুয়েল মিয়ার প্রথম বলে অঙ্কন সিঙ্গেল নেওয়ার পর টানা দুটি চার মারেন আবু হায়দার। সমীকরণ নেমে আসে ৩ বলে ১০ রানে। তবে চতুর্থ বলে আবু হায়দার ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে তানজিম হাসান সাকিবের হাতে ধরা পড়লে উল্লাসে মেতে ওঠে সিলেট।

সিলেটের আগের জয়ের নায়ক জাকির হাসান জ্বলে ওঠেন এ দিনও। ক্যারিয়ার সেরা ৭৫ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনি টানা দ্বিতীয় ম্যাচে।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৮২/৫ (রনি ৫৬, কর্নওয়াল ৪, মানজি ২, জাকির ৭৫*, জোন্স ২০, জাকের ০, আরিফুল ২১*; আবু হায়দার ৪-০-২৫-২, নাসুম ৩-০-১৭-১, মিরাজ ৪-০-৫৩-০, হাসান ৪-০-২৬-০, নাওয়াজ ২-০-২২-০, জিয়াউর ৩-০-৩৯-২)।

খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৭৪/৯ (বসিস্টো ৪৩, নাঈম ১১, ইমরুল ২, রাসুলি ১৫, মিরাজ ১৫, নাওয়াজ ৩৩, মাহিদুল ২৮, জিয়াউর ৪, আবু হায়দার ১৪, নাসুম ১*, হাসান ০*; কর্নওয়াল ৪-০-২৮-০, নাহিদুল ৪-০-২৮-১, তানজিম ৪-০-৪৫-২, টপলি ৪-০-৪৫-২, রুয়েল ৪-০-২৮-২)।

ফল: সিলেট স্ট্রাইকার্স ৮ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: জাকির হাসান।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে জয়ের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস
বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড, লিটন-তানজিদের সেঞ্চুরি 
টানা ছয় হার ঢাকার, জয়ের দেখা পেল সিলেট
খুলনাকে হেসে খেলে হারালো দুর্বার রাজশাহী