এক স্পিনার নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ০১:৫৩ পিএম


অস্ট্রেলিয়া
ছবি- সংগৃহীত

আইসিসির টুর্নামেন্ট মানেই অস্ট্রেলিয়ার দাপট। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ব্যতিক্রম হবে না। কারণ, এই আসরকে সামনে রেখে এক স্পিনার নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

গত ওয়ানডে বিশ্বকাপে প্যাট কামিন্সের নেতৃত্বে ভারতকে হারিয়ে হেক্সা মিশনে সফল হয়েছিল অজিরা। তাই পাকিস্তানের মাটিতেও এই পেসারের নেতৃত্বের উপর ভরসা রেখেছে তারা।

ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড না থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির জন্য এই দুজনকেই রেখে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।  

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। দলে একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা। কারণ, পাকিস্তানের মাটিতে প্রচুর রান হওয়ায় একজন স্পিনার নিয়েছে তারা। আর অপশনাল স্পিনার হিসেবে কাজ করবেন হেড ও ম্যাক্সওয়েল।

বরাবরের মতো অস্ট্রেলিয়া হাজির হচ্ছে ভারি পেস বোলিংলাইন নিয়ে। কামিন্স, হ্যাজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস। 

প্রধান নির্বাচক জর্জ বেইলি খেলোয়াড় বাছাই নিয়ে বলেন, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। 

বিজ্ঞাপন

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission