• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

বিপিএল ২০২৫

সিলেটের বিপক্ষে চিটাগং কিংসের রান পাহাড়

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:০৩
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

চলমান বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে চিটাগং কিংস। এই ম্যাচে আগে ব্যাট করে সিলেটকে ২০৪ রানের বড় লক্ষ্য দিয়েছেন বন্দরনগরীর দলটি।

সোমবার (১৩ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে উসমান খান শুরুটা ভালো করলেও মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া পারভেজ ইমন। তবে তিনে ব্যাট করতে নেমে গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন উসমান।

৩২ বলে ফিফটি তুলে নেন এই পাক ব্যাটার। দুই বল পরেই ক্যাচ আউট হন তিনি। অপর প্রান্ত থেকে ২৮ বলে ফিফটি তুলে নেন ক্লার্ক। এরপর ৩৩ বলে ৬০ রান করে ফেরেন তিনি। এরপর ১৯ বলে ২৮ রান করে ক্লার্ককে সঙ্গ দেন মোহাম্মদ মিথুন।

এরপর শামীম হোসেন ১ রান আউট হলে চিটাগংয়ের হাল ধরেন হায়দার আলি। শেষ পর্যন্ত এই পাকিস্তানি ব্যাটারের ১৮ বলের অপরাজিত ৪২ রানে ভর করে ২০৩ রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুই উইকেট শিকার করেন তানজিম সাকিব। এ ছাড়াও নাহিদুল ইসলাম, রুয়েল মিয়াহ ও আরিফুল হক একটি করে উইকেট নেন।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষে কারা
রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন পেসার কামিন্স 
এক নজরে দেখে নিন চট্টগ্রাম পর্বের সূচি
সিলেট পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও চিটাগং, বাকিরা কোথায়?