বিশ্বকাপের মঞ্চে আম্পায়ারিং করবেন জেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ০৩:৩৪ পিএম


জেসি
ছবি- সংগৃহীত

২০২৩ সালের মার্চে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যোগ দিয়েছিলেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি। এরপর থেকেই বিশ্বকাপে আম্পায়ারিং করার স্বপ্ন দেখতে থাকেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জেসির। আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে জেসিকে যুক্ত করেছে আইসিসি।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) আইসিসির একটি পেস বিজ্ঞপ্তি শেয়ার এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে, নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে আম্পায়ারিং করার অভিজ্ঞতা জেসির ঝুলিতে। এবার বিশ্বকাপেও অভিষেক হতে যাচ্ছে তার। 

বিজ্ঞাপন

আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য আইসিসির ঘোষিত ২০ জন ম্যাচ অফিশিয়ালের তালিকায় জায়গা হয়েছে জেসির নাম।

১৩ দেশ থেকে মোট ১৬ জন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আরও ৪ জন। ২০১৯ সালে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করা প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ইতিহাস গড়া কাতারের শিবানী মিশ্র আছেন এই তালিকায়।

২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে বাংলাদেশের দুই অফিসিয়ালের উপস্থিতি ছিল—আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। তবে এবার সাথিরা জাকির জেসিই একমাত্র প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বিশ্বকাপে।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন যারা

আম্পায়ার: অ্যাশলি গিবন্স (অস্ট্রেলিয়া), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), গায়ত্রী ভেনুগোপালান (ভারত), নারায়ণ জনানি (ভারত), আইদান সিভার (আয়ারল্যান্ড), নীতিন বাথি (নেদারল্যান্ডস), রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান) , সালেমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু দে সিলভা (শ্রীলঙ্কা), বিজয়া প্রকাশ মালেলা (মার্কিন যুক্তরাষ্ট্র), ক্যানডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে)

ম্যাচ রেফারি: ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), ডিন কসকার (ইংল্যান্ড), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড) ও রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।

আরটিভি/এসআর/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission