সিলেট পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও চিটাগং, বাকিরা কোথায়?

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ১১:১৩ এএম


বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

জমকালো আয়োজনে গত ৩০ ডিসেম্বর মিরপুরে পর্দা উঠেছিল বিপিএলের ১১তম আসরের। ইতোমধ্যে গ্রুপ লড়াই প্রায় অর্ধেক শেষ হয়েছে। মিরপুর থেকে সিলেট হয়ে এবার চট্টগ্রাম পর্ব মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের লড়াই।

বিজ্ঞাপন

এবারে সিলেট পর্বে বিপিএল ইতিহাসের সেরা কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে অন্যতম বরিশাল ও রংপুরের রোমাঞ্চকর লড়াই, যেখানে শেষ ওভারে ৩০ রান তুলে বরিশাল ডুবিয়েছিলেন নুরুল হাসান সোহান।

এ ছাড়াও সিলেটের মাঠে আইপিএলের রেকর্ডকেও ভেঙে দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ তামিম। রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে করা ২৫৪ রানের মধ্যে ওপেনিং জুটিতেই লিটন-তামিম তুলেছেন ২৪১ রান। এ রকম নানা রোমাঞ্চের মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট পর্ব।

বিজ্ঞাপন

ঢাকা পর্বের শেষে শীর্ষে ছিল রংপুর, তলানিতে ছিল ঢাকা। সিলেট পর্ব শেষেও পরিস্থিতিটা বদলায়নি। দুই দল যথাক্রমে শীর্ষে আর তলানিতেই আছে। তবে ঢাকা এক জয় নিয়ে খাতা খুলেছে। ১৪৯ রানের রেকর্ডগড়া এক জয়ে ক্ষীণ হলেও টিকে আছে দলটার এলিমিনেটরে জায়গা করে নেওয়ার আশা।

এ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। চতুর্থ ম্যাচে সিলেটকে ৩০ রানে হারিয়েছে মিথুন-শরিফুলরা। এতে ৬ পয়েন্ট টেবিলে বরিশালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে চিটাগং কিংস। ৫ ম্যাচ খেলে বরিশালের পয়েন্ট ৬ হলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা।

আসুন দেখে নিই সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়

বিজ্ঞাপন

দলের নাম ম্যাচ জয় হার পয়েন্ট   রানরেট
১. রংপুর রাইডার্স ১৪ +১.৫৪২
২. চিটাগং কিংস +১.৩২৩
৩. ফরচুন বরিশাল +০.৮৩৮
৪. খুলনা টাইগার্স +০.১৩০
৫. সিলেট স্ট্রাইকার্স –১.২৫৪
৬. দুর্বার রাজশাহী –২.১১৭
৭. ঢাকা ক্যাপিটালস -০.০৯৭

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission