• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

ছয় ম্যাচ বেঞ্চে বসে, কোন ভুলে একাদশের বাইরে তাইজুল?

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৮
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে বাঁহাতি স্পিনারের মধ্যে সাকিব আল হাসানের পরের নামটা তাইজুল ইসলামের। টেস্টে নিয়মিত হলেও সাকিবের কারণে সাদা বলের একাদশে সেভাবে সুযোগ পাননি তাইজুল। বর্তমানে সাকিব জাতীয় দলের বাইরে থাকায় অনেকের ধরণা ছিল সাদা বলে নিজেকে প্রমাণ করবেন তাইজুল।

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার আগে সাদা বলে নিজেকে প্রমাণ করার বড় সুযোগও ছিল তাইজুলের সামনে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পারফরম করে নির্বাচকদের নজরে আসতে পারতেন তিনি। কিন্তু হতাশ হয়েছেন তাইজুল।

বিপিএলে ফরচুন বরিশালে নাম লিখিয়েছেন। আর এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে এই পেসারের কাছে। কারণ, বরিশালের খেলা ছয় ম্যাচই বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাইজুলকে। নিজেকে প্রমাণ করা তো দূরের কথা ম্যাচ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন এই ক্রিকেটার।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁহাতি স্পিনার কোটায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হলে নিয়মিত একাদশে রয়েছেন তিনি। বরিশালের একাদশে তাইজুল নিয়মিত হলে নির্বাচকদের পছন্দের তালিকায় থাকতেই পারতেন তাইজুল।

এবারে বিপিএলকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের একাদশের লড়াইয়ে থাকা চার স্পিনারকেই দলে নিয়েছে বরিশাল। তারা হলেন, রিশাদ হোসেন, নাঈম হাসান ও তাইজুল ইসলাম। এখনও পর্যন্ত নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তানভীর ইসলাম। মাঝে রিশাদ সুযোগ পেলেও ঢাকার বিপক্ষে মোহাম্মদ নবী একাদশ যুক্ত হওয়ায় বাদ পড়েছেন তিনি।

আর মিরপুর ও সিলেট পর্বের পর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেও বেঞ্চে বসে রয়েছেন তাইজুল নাঈম। অথচ জাতীয় দলের অটোচয়েজ এই ক্রিকেটাররা ম্যাচ পাওয়ার যোগ্য দাবিদার। তাই প্রশ্ন উঠছে বরিশাল কি হিসেব-নিকেশ করেই চার লোকাল স্পিনারকে দলে নিয়েছে।

গত বিপিএলের বরিশালকে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তাইজুল ইসলাম। ৮ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেন ছিলেন তিনি। তাই তাইজুলকে ধরে রাখাটা স্বাভাবিকই ছিল। তবে রিশাদ ও তানভীর দলে আশায় কপাল পুড়েছে তাইজুলের। গ্রুপ পর্বের আর ৬ ম্যাচ বাকি রয়েছে বরিশালের। এর মাঝে তাইজুল-নাঈম একাদশে সুযোগ পায়নি কিনা সেটাই দেখা বিষয়।

উল্লেখ্য, সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ৮ উইকেট শিকার করেন তাইজুল। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনাকে পাহাড়সম লক্ষ্য দিলো চিটাগং
ব্যাংক আওয়ার শেষ, এখনও পেমেন্ট পাননি তাসকিন-বিজয়রা
প্লে-অফ থেকে ছিটকে গেল ঢাকা, সহজ জয় বরিশালের
ঢাকাকে দেড়শ’র আগেই অলআউট করল বরিশাল