ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

খুলনাকে পাহাড়সম লক্ষ্য দিলো চিটাগং

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ০৮:২৬ পিএম


loading/img
সংগৃহীত ছবি

গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে ২০০ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে চিটাগং কিংস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় চিটাগং।

জানা গেছে, নিজের মাঠে ব্যাট করতে নেমে শুরুতে উসমান খানের উইকেট হারায় চিটাগং। আবু হায়দারের বলে কট বিহাইন্ড হন তিনি, করেন ৭ বলে ২ চারের মারে ১০ রান। তবে দ্বিতীয় উইকেটে ১২৮ রানের দারুণ জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। ১৩তম ওভারে গিয়ে মোহাম্মদ নেওয়াজের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন পারভেজ। এ সময় ২৯ বলে ৪ ছক্কার মারে ৩৯ রান।

বিজ্ঞাপন

তবে গ্রাহাম ক্লার্কের শাসন চলতে খাকে ক্রিজে। তিনি ৪৮ বলে সেঞ্চুরি হাঁকান, আর ৫০ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ১০১ রান। দলীয় ১৬৮ রানে আউট হন তিনি। তার বিদায়ের পর ১৩ বলে ১৬ রান করে আউট হন শামীম হোসেন। শেষদিকে কেউই আর তেমন জ্বলে উঠতে পারেননি। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ২০০ রানে থামে চিটাগং।
 
খুলনার পক্ষে ২৯ ও ৩১ রান খরচায় মোহাম্মদ নেওয়াজ ও সালমান ইরশাদ নেন ৩টি করে উইকেট। বল হাতে ৪ ওভারে সর্বোচ্চ ৫২ রান দেন হাসান মাহমুদ।

আরটিভি/এসএপি-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |