বিপিএল ২০২৫
সিলেটকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো রাজশাহী
টানা দুই দিন পেমেন্ট নাটকীয়তার পর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। এই ম্যাচে আগে ব্যাট করে সিলেটকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে বিজয়-ইয়াসিররা।
শুক্রবার (১৭ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে রাজশাহী দুর্দান্ত শুরু এনে দে জিশান আলম ও মোহাম্মদ হারিস। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ১৯ রান করে হারিস আউট হলে ১৮ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন জিশান।
তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। ২২ বলে ৩২ রান করে আউট হন তিনি। এরপর বলে বলে বাউন্ডারি মারতে গিয়ে ১০ বলে ১৯ রান করে আউট হন ইয়াসির। তবে এক প্রান্ত আগলে রান তুলতে রায়ান বার্ল। কিন্তু ফিফটি তুলতে পারেননি তিনি।
২৭ বলে ৪১ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই রোডেশিয়ান ব্যাটার। ৭ রান করেন মার্ক দয়াল। শেষ পর্যন্ত আকবরের ১৫ বলে ১৪ রান এবং মিত্যুঞ্জয় চৌধুরীর ৬ বলের ১২ রানে ভর করে ১৮৪ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী।
সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রুয়েল মিয়া। এ ছাড়াও নাহিদুল ইসলাম ও নাহিদুজ্জামান নেন দুটি করে উইকেট।
আরটিভি/এসআর
মন্তব্য করুন