বিশ্বকাপে শনিবার নেপালের মুখোমুখি বাংলাদেশ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ০৫:৫৪ পিএম


টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (১৮ জানুয়ারি) অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড ম্যাচ দিয়ে মালয়েশিয়ায় পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনের চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। 

বিজ্ঞাপন

এই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে বিশ্বকাপের ফটোসেশনের দিন বড় কিছু করার স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। প্রস্তুতিটাও দুর্দান্ত হয়েছে তাদের। এবার মাঠে লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার পালা।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দেশ। যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে নকআউট পর্ব। বাংলাদেশ রয়েছে ‘ডি’  গ্রুপে এবং বাকি তিন দেশ হলো অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।

বিজ্ঞাপন

এই টুর্নামেন্টটি বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। এ তথ্য নিশ্চিত করেছে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া।

তিনি বলেন, বাংলাদেশের বাঘিনীরা এগিয়ে যাচ্ছে; তাদের এই অগ্রযাত্রার সহযোগী হতে আমরা আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবো। ক্রিকেট ফ্যানরা টফিতে বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন। এই উদ্যোগ ক্রীড়াক্ষেত্রে নারীদের সমান প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। সারাদেশের ভক্তরা যেন এই উদযাপনে অংশগ্রহণ করতে পারে এজন্য এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা।

বাংলাদেশের স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

বিজ্ঞাপন

নেপালের স্কোয়াড : পূজা মাহাতো (অধিনায়ক), সনি পাখরিন, তিরসানা বিকে, রচনা চৌধুরী, সাবিত্রী ধমি, কৃষ্ণা গুরুং, কুসুম গোদার, সীমানা কেসি, অনু কাদায়ত, কিরণ কুনওয়ার, স্নেহা মহারা, জ্যোৎস্নিকা মারাসিনি, সানা প্রবীণ, রিয়া শর্মা ও আলিশা যাদব।

আরটিভি/ এসআর


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission