• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৩০
তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল
প্রতীকী ছবি

ছেলেদের মতো এবার মাঠে গড়াতে যাচ্ছে প্রমিলা বিপিএল। প্রথমবারের মতো মাত্র তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত হতে যাচ্ছে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নারীদের ক্রিকেটকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এটা নিয়ে বোর্ড কিছু দিন ধরেই ভাবছে। সে বিষয়টা মাথায় রেখেই মেয়েদের বিপিএল আয়োজনের চিন্তা। আজ সিদ্ধান্ত হয়েছে আমরা মেয়েদের বিপিএল আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে।

মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ শুরু প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ছেলেদের বিপিএল শেষ হওয়ার পরেই মিরপুরে শুরু হবে মেয়েদের বিপিএল। টুর্নামেন্টে তিনটি দল অংশ নেবে, প্রতিটি দল ১৫ জন স্থানীয় ক্রিকেটার ও একজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। ৮-৯ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ হবে। ইতোমধ্যে বেশি কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি, আগ্রহ প্রকাশ করেছে। আমরা দেখতে চাই নারীদের ক্রিকেটে এটা কতটা ইমপ্যাক্ট ফেলে।

বিসিবির এই পরিচালক বলেন, বেশি দল হলে যে মানের খেলোয়াড় প্রয়োজন তা পাওয়া হয়ত সম্ভব হবে না। প্রথমে চারটি দল নিয়ে করার কথা ভেবেছিলাম। এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করছি তিনটি দল নিয়ে আয়োজন করলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট করা যাবে, ভালো ফলাফল আসবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ, তিন দল দুবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না: ফয়জুল করীম
পেমেন্ট জটিলতার মধ্যেই রাজশাহীকে জয় উপহার দিলেন বিজয়-তাসকিনরা
রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু, দেখে নিন ষোলো দলের স্কোয়াড
সিলেটকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো রাজশাহী