• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাঁচ রানআউটে নেপালকে পঞ্চাশে থামালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:০২
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। আর তার এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন জান্নাতুল-সাদিয়ারা। দুর্দান্ত বোলিং ও ফিল্ডিং করে নেপালকে ৫২ রানে আটকে দিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

শনিবার (১৮ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে পড়ে নেপাল। ৬ বলে ১ রান করে তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ওপেনার সাবিত্রী ধমি। ১৮ বলে মাত্র ২ রান করে তাকে সঙ্গ দেন পূজা মাহাতো। এরপর সনি পাখরিন (০) এবং ১ রান করে আউট হন কিরণ কুনওয়ার।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন সানার পারভেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩২ বলে ১৯ রান করে বোল্ড আউট হন এই ওপেনার ব্যাটার। এরপর আলিশা যাদব (৪), সীমানা কেসি (১০) এবং অনু কাদায়ত শূন্য রানে আউট হলে দলীয় ৪২ রানে ৮ উইকেট হারায় নেপাল।

শেষ দিকে তিরসানা বিকে ৩ রানে এবং রিয়া শর্মা ৫ রানে আউট হলে ১০ বল হাতে থাকতে ৫২ রানে অলআউট হয় নেপাল।

বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া দুটি উইকেট শিকার করেন। এ ছাড়াও নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার সোবা নেন একটি করে উইকেট। বাকি ৫ জন রান আউট হয়েছে।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল
এটাই বাংলাদেশ, যেখানে মুসলমানরা মন্দির পাহারা দেয়: উপদেষ্টা ফারুকী
নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি