• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

কোপা দেল রে

শেষ আটে যাদের পেল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৪৩
কোপা দেল রে
ছবি- এএফপি

স্পেনের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর কোপা দেল রে। এই টুর্নামেন্টের চলতি আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদসহ আটটি দল। কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা।

সোমবার (২০ জানুয়ারি) শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রতিপক্ষ হিসেবে ভ্যালেন্সিয়াকে পেয়েছে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ খেলবে লেগানেসের বিপক্ষে।

বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও গেতাফে। আর আরেক ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা। কোপা দেল রে'র শেষ আটের ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখের মধ্যে।

গত ১৬ জানুয়ারি সান্তিয়াগো ব্যার্নাব্যুতে কোপা দেল রের ম্যাচে সেল্তা ভিগোকে ৫ গোল দিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এ পথে হেঁটে ছিল বার্সেলোনও, রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমে ৫ গোল দিয়েছিলেন রাফিনিয়া-ইয়ামালরা। এতে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেছে বার্সেলোনা।

কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারলে আবার হবে ড্র। সেমিফাইনালের ড্র-তে এই রিয়াল ও বার্সার মধ্যেকার এল-ক্লাসিকো দেখা যেতেও পারে। আবার সেটা হতে পারে ফাইনালেও।

তবে প্রায় একদশক ধরেই কোপা দেল রে’র ফাইনালে দেখা হয়নি দুই দলের। সবশেষ ২০১৪ এর এল-ক্লাসিকো ফাইনালে রিয়াল জিতেছিল ২-১ গোলে।

এক নজরে শেষ আটের সূচি

প্রতিপক্ষ তারিখ সময়
আতলেতিকো মাদ্রিদ–হেতাফে ৫ ফেব্রুয়ারি রাত ২:৩০ মিনিট
লেগানেস–রিয়াল মাদ্রিদ ৬ ফেব্রুয়ারি রাত ২টা
রিয়াল সোসিয়েদাদ–অসাসুনা ৭ ফেব্রুয়ারি রাত ১২:৩০ মিনিট
ভ্যালেন্সিয়া–বার্সেলোনা ৭ ফেব্রুয়ারি রাত ২:৩০ মিনিট

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেস
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোল, শেষ আটে রিয়াল মাদ্রিদ
বড় জয়ে কোপা দেল রের শেষ আটে বার্সেলোনা