ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বাংলাদেশি পাসপোর্ট পেলেন কিউবা মিচেল, সিঙ্গাপুর ম্যাচে খেলবেন?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৩:৫১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম ও শমিত সোমের পর বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের তালিকায় যুক্ত হল আরেকটি নতুন নাম কিউবা মিচেল। ইংল্যান্ডে বসবাসকারী এই তরুণ ফুটবলার রোববার (১ জুন) পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। কিউবার এজেন্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

চার দিন আগে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের এই মিডফিল্ডার। রোববার তা অনুমোদন হয় এবং এরই মধ্যে সফট কপি পৌঁছে গেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও সান্ডারল্যান্ড ক্লাব কর্তৃপক্ষের কাছে।

এখন অপেক্ষা দুই পক্ষের ছাড়পত্র পাওয়ার। তা পেলেই ফিফার কাছে অনাপত্তিপত্রের আবেদন করা হবে। ফিফার ছাড় মিললে আর কোনো বাধা থাকবে না কিউবা মিচেলের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে।

বিজ্ঞাপন

কিউবার মা বাংলাদেশি এবং বাবা জ্যামাইকান। সেই সুবাদেই তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। কিউবা মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার। ড্রিবলিং, শর্ট পাস ও দ্রুত পাল্টা আক্রমণে পারদর্শী এই ফুটবলার দলীয় প্রয়োজনে অ্যাটাকিং পজিশনেও খেলতে পারেন।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে কিউবাকে বিবেচনায় রাখা হয়েছে। তবে শেষ সিদ্ধান্ত কোচ হাভিয়ের কাবরেরার ওপর নির্ভর করছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |