• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মাহমুদউল্লাহ ও রিশাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু পুঁজি বরিশালের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ২০:১৯
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

সবশেষ ৫ ম্যাচের ৪টিতে জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ফরচুন বরিশাল। তাই ফুরফুরে মেজাজে নিয়ে খুলনার বিপক্ষে মাঠে নেমেছিল বরিশাল। তবে এদিন আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েন তামিম-মুশফিকরা। তবে মাহমুদউল্লাহ ও রিশাদের ব্যাটে ভর করে ১৬৭ রানের লড়াকু পুঁজি পেয়েছে বরিশাল।

বুধবার (২২ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। ইনিংসের দ্বিতীয় বলে তামিম ইকবালকে এবং পরের বলে ডেভিড মালানকে ডাক আউট করে জোড়া উইকেট তুলে নেন মিরাজ। এরপর ৪ বলে ৫ রান করে রান আউটে কাটা পড়েন মুশফিকুর রহিম। এতে ১৬ রানে ৩ উইকেট হারায় বরিশাল।

তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন ওপেনিংয়ে ব্যাট করতে নামা তাওহীদ হৃদয়। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩০ বলে ৩৬ রান করে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। এরপর মোহাম্মদ নবি (১) ও ফাহিম আশরাফ ৯ রান করে আউট হলে দলীয় ৮৭ রানে ৬ উইকেট হারায় বরিশাল।

কিন্তু এক প্রান্ত আগলে রেখে ইনিংস মেরামতের চেষ্টা করতে থাকেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে সঙ্গে দিয়ে ব্যাট চালাতে থাকে রিশাদ হোসেনও। ৪৪ বলে ফিফটি তুলে নেন রিয়াদ। তবে পরের বলেই ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।

মাহমুদউল্লাহ আউট হলেও ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন রিশাদ। ৫ বলে ১০ রান করে আউট হন জাহানাব খান। ২০তম ওভারের পঞ্চম বলে রান আউট হন রিশাদ। তার আগে ১৯ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংসের খেলেছেন তিনি। শেষ পর্যন্ত তানভীরের ৪ বলে ১২ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানের পুঁজি পেয়েছে বরিশাল।

খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মিরাজ। এ ছাড়াও সালমান এরশাদ দুটি, নাসুম আহমেদ ও জিয়াউর রহমান একটি করে উইকেট শিকার করেন।

আরটিভি/এসআর-টি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছ থেকে বের হলো বরিশাল বিশ্ববিদ্যালয়
নাঈমের ধীরগতির ইনিংসে কপাল পুড়ল খুলনার, বরিশালের ষষ্ঠ জয়
বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা
ববিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন