ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

রিয়াল মাদ্রিদের হয়ে ভিনির সেঞ্চুরি, তবুও তিন গোলের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ০৭:১৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সালজবুর্গকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এতে রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি স্পর্শ করেছেন তিনি। আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজেরিওকে পিছনে ফেলতে আর ৩ গোল করতে হবে ভিনিকে।

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) মাঠে নামার  আগে ভিনির গোল সংখ্যা ছিল ৯৯টি। দুই গোল করায় ক্লাবটির হয়ে এখন তার মোট গোল সংখ্যা ১০১টি। লস ব্লাঙ্কোসদের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোলদাতা ভিনি

ব্রাজিলের হয়ে রিয়ালের জার্সিতে তার চেয়ে বেশি ১০৪ গোল করেছেন রোনালদোর নাজেরিও। কিংবদন্তি এই স্ট্রাইকারের রেকর্ড ভাঙাই এখন ভিনির লক্ষ্য। হতে চান ক্লাবটির ইতিহাসের সেরা ব্রাজিলিয়ান গোলদাতা।

বিজ্ঞাপন

ভিনিসিয়ুস বলেন, এই জার্সিতে গোল করতে পারলেই খুশি থাকি আমি। এই জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান রোনালদো। তার চেয়ে তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আরও গোল করতে পারব আমি।

রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনি। গোল করেছেন দুটিরই ফাইনালে। এছাড়াও তিনটি লা লিগাসহ মোট ১৪ ট্রফি তিনি জিতে ফেলেছেন ২৪ বছর বয়সেই।

বিজ্ঞাপন

অন্যদিকে ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রিয়ালে খেলে রোনালদোর গোল ১০৪টি। পুরো ক্যারিয়ারের মতো এই ক্লাবেও চোট তাকে বেশ ভুগিয়েছে। তারপরও স্প্যানিশ ক্লাবটির হয়ে এখনও পর্যন্ত সফলতম ব্রাজিলিয়ান ফুটবলার তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |