• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

আইকনে মাশরাফি-সাকিব, সাব্বির বাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০১৮, ১৫:১৯

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তার আগেই দলবদলের বাজারে ক্রিকেটারদের কিনতে নামতে হবে ক্লাবগুলোর। ২০ জানুয়ারি হবে প্লেয়ার ড্রাফট। মোট ২২৭জন ক্রিকেটারকে রাখা হয়েছে প্লেয়ার ড্রাফটের তালিকায়। ক্লাবগুলোর দাবির মুখেই এবারের দলবদল হবে প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে। প্রতিটি দলের সুযোগ থাকছে আগের মৌসুমের পাঁচজন ক্রিকেটার ধরে রাখার। তবে এই তালিকা ১৪ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। তার আগে ক্রিকেট অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ড্রাফটের খসড়া পাঠিয়েছে ক্লাবগুলোতে।

আরও পড়ুন-

ইতোমধ্যে খেলোয়াড়দের সাত ক্যাটাগরিতে ভাগ করে তাদের দামও বেঁধে দিয়েছে বিসিবি। ১২ জনকে নিয়ে করা হয়েছে আইকন ক্যাটাগরি। আইকনের মধ্যে আবার দুটি ভাগ রাখা হয়েছে। প্রথম ধাপে রয়েছেন মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ। এদের দাম ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারের দাম ধরা হয়েছে সাড়ে তিন লাখ টাকা। ৬ মাস ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ থাকায় ঢাকা লিগের ড্রাফটে রাখা হয়নি সাব্বির রহমানকে।

গ্রেড ‘আইকন’
মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫ লাখ)। ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন (২৫ লাখ)।

গ্রেড ‘এ প্লাস’
মুমিনুল হক (২৩ লাখ), সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (২২ লাখ)। সৌম্য সরকার, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, শাহরিয়ার নাফীস, মোশাররফ হোসেন রুবেল, জিয়াউর রহমান, অলক কাপালি, আরিফুল হক, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, মার্শাল আইয়ুব, আল-আমিন জুনিয়র, নাদিফ চৌধুরী, মেহেদী মারুফ, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলাম (২০ লাখ)।

গ্রেড ‘এ’
সোহাগ গাজী, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, তাসকিন আহমেদ, তানবির হায়দার, তুষার ইমরান, সাকলাইন সজীব, কামরুল ইসলাম রাব্বি ও আবু হায়দার রনি (১৮ লাখ)। আরাফাত সানি, নাবিল সামাদ (১৭ লাখ), ইমতিয়াজ হোসেন তান্না (১৬ লাখ)। মোহাম্মদ আশরাফুল, রনি তালুকদার, জুনায়েদ সিদ্দিকী, ফরহাদ হোসেন, মুক্তার আলী, সোহরাওয়ার্দী শুভ, আল-আমিন হোসেন, মোহাম্মদ শরীফ, রকিবুল হাসান, মেহেদী হাসান, শুভাশীষ রায়, আবু জায়েদ রাহী ও এনামুল জুনিয়র (১৫ লাখ)। সাদমান ইসলাম অনিক, রাজিন সালেহ (১২ লাখ)।

গ্রেড ‘বি প্লাস’
মেহরাব হোসেন জুনিয়র, শরীফউল্লাহ (১৪ লাখ)। তাইবুর রহমান, মাহমুদুল হাসান লিমন, আব্দুল মজিদ, নাহিদুল ইসলাম (১৩ লাখ)। মোহাম্মদ শহীদ, ধীমান ঘোষ, ইরফান শুক্কুর, ইয়াসির আলী রাব্বি, মনির হোসেন, দেলোয়ার হোসেন, তাসামুল হক, ফজলে রাব্বি, জাকির হাসান, মাইশুকুর রহমান, নাজমুল হোসেন মিলন, আফিফ হোসেন, সাইফ হাসান, মিজানুর রহমান, আলাউদ্দিন বাবু, ইলিয়াস সানি, আসিফ আহমেদ রাতুল, সৈকত আলী, শামসুর রহমান ও নাফিস ইকবাল (১২ লাখ)।

গ্রেড ‘বি’
আবু সায়েম, শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, রাসেল আল মামুন, জয়রাজ শেখ, সাজেদুল ইসলাম, ডলার মাহমুদ, আসিফ হাসান, রাহাতুল ফেরদৌস, আব্দুল হালিম, জাবিদ হোসেন, সালমান হোসেন, জসিমউদ্দিন, শহীদুল ইসলাম, অমিত মজুমদার, মুরাদ খান, নাজমুস সাদাত, নাসুম আহমেদ, হামিদুল ইসলাম হিমেল, ফুরকান, শেনাজ আহমেদ, নিহাদুজ্জামান, মাহবুবুল আলম রবিন, জুবায়ের আহমেদ, রুম্মান আহমেদ, রেজাউল করিম রাজীব, নাঈম ইসলাম জুনিয়র, অভিষেক মিত্র, আহমেদ সাদিকুর রহমান, সালেহ আহমেদ শাওন, রবিউল ইসলাম রবি, মাহবুবুল করিম মিঠু, জুবায়ের হোসেন লিখন, এজাজ আহমেদ, দেওয়ান সাব্বির, নাজিম উদ্দিন, তৌহিদুল ইসলাম রাসেল, সঞ্জিত সাহা দ্বীপ, মেহেদী হাসান, মোঃ আজিম, নুর আলম সাদ্দাম, আব্দুর রহমান রনি, বিশ্বনাথ হালদার, সাজ্জাদুল হক রিপন ও রায়হান উদ্দিন (৮ লাখ)।

গ্রেড ‘সি প্লাস’
মেহেদী হাসান রানা, সায়েম আলম রিজভী, পিনাক ঘোষ, শাকের আহমেদ, আলী আহমেদ মানিক, ইমরান আলী, মাহমুদুল হক সেতু, ইয়াসির আরাফাত মিশু, জনি তালুকদার, গোলাম কবির সোহেল, শাহীন হোসেন, মনিরুজ্জামান, বেলাল হোসেন, কাফি খান, সুমন কুমার সাহা, মামুন হোসেন, ইমতিয়াজ আহমেদ, হাসানুজ্জামান, উত্তম সরকার, শাহাজাদা হোসেন, তাপস ঘোষ, আজমীর আহমেদ, ইফতেখার সাজ্জাদ রনি, সাঈদ সরকার, সালাউদ্দিন পাপ্পু, খালেদ আহমেদ, এবাদত হোসেন, হোসেন আলী ও আশিকুজ্জামান আশিক (পাঁচ লাখ)।

গ্রেড ‘সি’
ইমন দাস, আরাফাত সানি জুনিয়র, অমিতাভ কুমার নয়ন, মনোয়ার হোসেন, আব্দুর রহমান রনি, মেহরাব হোসেন জোসী, আরমান বাদশা, আশরাফুল হক শান্ত, ইয়াসিন আরাফাত, মানসুরুল হাসান, হুমায়ন কবির শাহীন, সোহাগ রেজা, রায়হান উদ্দিন আরাফাত, হাবিবুর রহমান জনি, আব্দুল্লাহ আল মামুন, ইমামুল মোস্তাকিম রাসেল, নুর হোসেন মুন্না, রবিউল ইসলাম শিবলু, সাগীর হোসেন পাভেল, সৈয়দ রাসেল, জাকারিয়া মাসুদ, আবু বকর সিদ্দিক, টিপু সুলতান, ইসলামুল আহসান আবির, আনামুল হক, আনিসুর রহমান, মাশিউর রহমান লিমন, গিয়াসউদ্দিন টুটুল, আহসানুল হক, রেফাতুজ্জামান অভি, সৈয়দ গোলাম কিবরিয়া, শফিউল আলম, সুব্রত সরকার, ভিক্টর বড়ুয়া, ইমরান হোসেন, রায়হান হোসেন প্রান্ত, শরীফুল ইসলাম, শেখ নাজমুল হোসেন, সুলতান হোসেন, রিফাত প্রধান, মুজিবুর রহমান, ইমন আহমেদ, মাসুদ রানা, নেয়ামুল হাসান তাজ, রিয়াজুল করিম, মাহমুদুল হাসান প্রান্ত, আলবাব মাসুদ, রিয়াদ হোসেন, দিদার হোসেন, রাহী নিহাদ, তৌহিদ তারেক খান, তৌফিক খান তুষার, ইসহাক, সুমন, ফারদিন হাসান, সায়মন আহমেদ, আসলাম হোসেন, মাহবুবুল আলম অনিক, আনজুম আহমেদ ও রিয়াজুল হুদা (সাড়ে তিন লাখ)।

আরও পড়ুন-

এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহ শেষে নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছেন সাকিব
ওমরাহ পালন করতে সৌদিতে সাকিব
সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ
সাকিবের প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন নিয়ে যা জানাল বিসিবি