• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

সিলেটকে দেড়শর মধ্যেই থামাল খুলনা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ২০:২৩
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

সবশেষ আট ম্যাচের ছয়টিতেই হারতে হয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। এতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। নিজেদের নবম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে খুলনাকে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছে জাকের-আরিফুলরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ইনিংসের ষষ্ঠ বলে সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার। তবে তিনে ব্যাট করতে নামা জাকির হাসানকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন জর্জ মানজি।

২৮ বলে ফিফটি তুলে নেন এই মারকুটে ব্যাটার। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৩২ বলে ৫৮ রান করে বোল্ড আউট হন মানজি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি কাদেম অ্যালাইন। ৮ বলে ৯ রান করে এই ব্যাটার আউট হলে জাকিরকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন জাকের আলী।

তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৩ বলে ৮ রান করে আমির জামালের প্রথম শিকার হন এই উইকেটরক্ষক ব্যাটার। ফিফটি তুলতে পারেননি জাকেরও। ৩২ বলে ৪৪ রান করে আউট হন তিনি। এরপর ৩ বলে ১ রান করে আরিফুল হক লেগ বিফোরে কাটা পড়লে ছন্দ হারায় সিলেট।

এরপর সাইমুল্লাহ শিনওয়ারি (৯), নাহিদুজ্জামান (৫) এবং সুমন খান ১২ রানে আউট হন। এতে ৯ উইকেট হারিয়ে ১৫২ রানের লড়াকু পুঁজি পায় সিলেট।

খুলনা স্ট্রাইকার্সের হয়ে আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান এরশাদ দুটি করে উইকেট নেন। এ ছাড়াও মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও আমির জামাল নেন একটি করে উইকেট।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও বরিশাল, বাকিরা কোথায়?
সিলেটকে হারিয়ে জয়ে ফিরল খুলনা টাইগার্স
প্রথম পরাজয়কে ‘এলার্মিং’ বললেন সোহান
খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট