• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও বরিশাল, বাকিরা কোথায়?

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৭
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চট্টগ্রাম পর্বের খেলা। যেখানে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। দুই দিন বিরতি পর আবারও ঢাকায় ফিরবে বিপিএল।

বিপিএলে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত ৮টি করে ম্যাচ খেলেছে। তবে ১০টি করে ম্যাচ খেলেছে দুটি দল—দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। ৯টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স। একমাত্র ৮টি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল।

চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। ৯ ম্যাচে ৮ জয় নিয়ে শীর্ষে রয়েছে রংপুর। দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চিটাগং ও খুলনা।

আগামী রোববার (২৬ জানুয়ারি) থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।

দলের নাম ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
১. রংপুর রাইডার্স ১৮ +১.২২৩
২. ফরচুন বরিশাল ১২ +০.৯৯৩
৩. চিটাগং কিংস ১০ +১.০৪৫
৪. খুলনা টাইগার্স -০.১৪৮
৫. দুর্বার রাজশাহী ১০ –১.৪০০
৬. ঢাকা ক্যাপিটালস ১০ –০.১৫৬
৭. সিলেট স্ট্রাইকার্স -১.২৪৮

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটকে হারিয়ে জয়ে ফিরল খুলনা টাইগার্স
প্রথম পরাজয়কে ‘এলার্মিং’ বললেন সোহান
সিলেটকে দেড়শর মধ্যেই থামাল খুলনা
খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট