• ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
logo

ভিনিসিয়ুসকে ছাড়াই রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৫, ১৪:২০
ভিনিসিয়ুস
ছবি- এএফপি

কয়েক দিন আগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সালজবুর্গকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। যেখানে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে লা লিগায় এই ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা।

শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে লা লিগায় ভ্যালাডোলিডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে দেখা যাবে না ভিনিসিয়ুস জুনিয়রকে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

মূলত, কিছুদিন আগে লা লিগায় ভালেন্সিয়ার গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই লাল কার্ডের বিপক্ষে আপিল করার কথা জানিয়েছিলেন কার্লো আনচেলত্তি। তবে আপিল করেও লাভ হয়নি, আক্রমণাত্মক আচরণের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন।

তাই এই ম্যাচে ভিনিকে ছাড়া আক্রমণ কৌশল সাজাতে হচ্ছে রিয়াল কোচকে। তবে ভিনি না থাকলেও বেলিংহ্যাম, রদ্রিগো, এমবাপ্পের ওপর ভরসা রাখছেন আনচেলত্তি।

শক্তিমত্তার বিচারে রিয়ালের থেকে যোজন যোজন পিছনে রয়েছে ভ্যালাডোলিড। ২০ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে তারা। বিপরীতে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ভ্যালাডোলিড ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াড

গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন এবং ফ্রাঁ গঞ্জালেজ।

ডিফেন্ডার: আলাবা, লুকাস ভাজকেজ, ফ্রান গার্সিয়া, রুডিগার, মেন্ডি, জ্যাকোবো, এসেনসিও এবং লরেঞ্জো।

মিডফিল্ডার: বেলিংহাম, ভালভার্দে, মদ্রিচ, চুয়ামেনি, আরদা গুলার এবং সেবেলোস।

ফরোয়ার্ড: এমবাপ্পে, রড্রিগো, এন্ড্রিক ও ব্রাহিম।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালেন্সিয়াকে গোল বন্যায় ভাসিয়ে জয়ে ফিরল বার্সেলোনা
রিয়াল মাদ্রিদের হয়ে ভিনির সেঞ্চুরি, তবুও তিন গোলের অপেক্ষা
ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নার ক্লাব রিয়াল মাদ্রিদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেস