ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ম্যানসিটিকে খাদে রেখে এসি মিলানে যোগ দিলেন ওয়াকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ , ০৫:৫৩ পিএম


loading/img
ছবি- এসি মিলান

চলতি মৌসুমের শুরুটা ভালো করতে পারেনি ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে ইংলিশ জায়ান্টরা। এর মাঝেই মানসিটি ছেড়েছেন ক্লাবটির তারকা ফুটবলার কাইল ওয়াকার। ম্যানসিটি ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।

মৌসুমের বাকি সময়ের জন্য সিটি থেকে ধারে এসি মিলানে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী এই রাইটব্যাক। সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে গত বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেছেন ওয়াকার। ধার-চুক্তির মেয়াদ শেষে ওয়াকারকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও রেখেছে মিলান। 

বিজ্ঞাপন

এসি মিলানে চলে যাওয়ায় সিটির সঙ্গে ওয়াকারের লম্বা সময়ের সম্পর্কের ইতি ঘটেছে। টটেনহ্যাম থেকে ২০১৭ সালে সিটিতে যোগ দিয়েছিলেন। সেখানেই প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেয়েছেন ৬বার। ২০২৩ সালে পেপ গার্দিওলার অধীনে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। 

ম্যানসিটি ছাড়া নিয়ে এক পোস্টে ওয়াকার লিখেছেন, ম্যানচেস্টার সিটি... শুরুটা কোথা থেকে করবো? ২০১৭ সালে ক্লাবটিতে যোগ দেওয়ায় আমার স্বপ্ন সত্যি হয়েছিল। সাত বছর পর ১৭টি ট্রফি জিতে; যেখানে চ্যাম্পিয়ন্স লিগ এবং বিখ্যাত ট্রেবল জয়ের স্মৃতি, এমনটা ছিল ছেলেবেলার স্বপ্ন।

ইতালিতে নিজের ইংল্যান্ড সতীর্থদের সঙ্গেই এক ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন। সান সিরোতে রয়েছেন ফিকায়ো টোমোরি, ট্যামি আব্রাহাম ও রুবেন লফ্টাস চিক। সেই ক্লাবটিতে যোগ দিতে পেরে রোমাঞ্চ অনুভব করছেন ওয়াকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, এসি মিলানে যোগ দিতে পেরে গর্বের পাশাপাশি অনেক আনন্দিত আমি। এমন এক ক্লাব যার ইতিহাস ভীষণ সমৃদ্ধ এবং ছোটবেলা থেকে অনুসরণ করে আসছি। 

এই মৌসুমে সিরি আ’য় আট নম্বরে অবস্থান করছে মিলান। তবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ৫ জয়ে শেষ ষোলোতে সরাসরি জায়গা পাওয়ার পথে তারা। 

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে পাঁচে রয়েছে সিটিজেনরা। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। চ্যাম্পিয়নস লিগে দাঁড়িয়ে রয়েছে খাদের কিনারায়। নিজেদের শেষ ম্যাচ জিততে না পারলে বিদায় নিতে হবে লিগ পর্ব থেকে।

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |