ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বলিভিয়াকে হারিয়ে সুপার সিক্সে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ১০:৪৭ এএম


loading/img
ছবি- এএফপি

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছিল আর্জেন্টিনা। কিন্তু পরের ম্যাচে কলম্বিয়ার কাছে পয়েন্ট হারায় আলবিসেলেস্তে জুনিয়ররা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি তারা। বলিভিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। কিন্তু জয়সূচক একমাত্র গোলটি আসে নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগেজ।  

বিজ্ঞাপন

এই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |