বিপিএল ২০২৫
ঢাকাকে অল্পতেই আটকালো খুলনা
প্লে-অফের লড়াই থেকে আগেই ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। তবে শেষটা জয় দিয়ে রাঙাতে চায় লিটন-তামিমরা। সেই লক্ষ্যে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে খুলনাকে মাত্র ১২৪ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস।
শনিবার (১ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন কুমার দাস ও তানজিদ তামিম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি লিটন। ১০ বলে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। ৮ বলে ৩ রান করে তাকে সঙ্গ দেন হাবিবুর রহমান।
তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন তামিম। এতে পাওয়ার প্লেতে ৫৪ রান তুলতে পারে ঢাকা। ২৮ বলে ফিফটি তুলে নেন। কিন্তু ফরমানুল্লাহ (৫), থিসারা শূন্য রানে আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি তামিমও। ৩৭ বলে ৫৮ রান করে আউট হন তিনি। এরপরই ছন্দ হারায় ঢাকা।
শেষ দিকে রিয়াজ হাসানকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন সাব্বির রহমান। রিয়াজ ৫ রান এবং ১৭ বলে ২০ রান করে সাব্বির আউট হলে মেহেদী রানার ১৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস।
খুলনা টাইগার্সের হয়ে হাসান মাহমুদ ও উইলিয়াম বোসিস্টো দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিক হাসান, জিয়াউর রহমান ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট শিকার করেন।
আরটিভি/এসআর/এস
মন্তব্য করুন