• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

বৃথা গেল রাজশাহীর পাঁচ দিনের হোটেল খরচ, প্লে-অফে খুলনা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

চলমান বিপিএলের প্লে-অফের চার দলের মধ্যে তিন দল একপ্রকার নিশ্চিতই ছিল। কিন্তু জমে উঠেছিল আরেকটি জায়গা নিয়ে। চতুর্থ দল হিসেবে প্লে-অফের জন্য লড়াই করছিল খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। এই দুই দলের লড়াইকে বেশ জমে উঠেছিল। তবে শেষ হাসি হেসেছে খুলনা টাইগার্স।

ব্যাটে-বলে পারফর্ম করে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে জয় তুলে নিয়েছিল রাজশাহী। রংপুরকে টানা দুই হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছিল তাসকিনের দল। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে ছিল তারা। তবে প্লে-অফের জন্য তারা খুলনার দিকে তাকিয়েছিল।

খুলনা তাদের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের একটিতে হারলেই প্লে-অফের টিকিট পেতো রাজশাহী। যার ফলে টানা ৫ দিন হোটেলে বসে সমীকরণ মেলানোর জন্য অপেক্ষা করেছে বিজয়-তাসকিনরা। কিন্তু খুলনার ধারাবাহিক পারফরম্যান্সে বৃথা গেছে রাজশাহীর ৫ দিনের হোটেল খরচ। নিজেদের ১২তম ম্যাচে ঢাকাকে উইকেটে হারিয়ে বরিশাল, রংপুর ও চিটাগংয়ের পর প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা।

শনিবার (১ ফেব্রুয়ারি) আগে ব্যাট করে খুলনাকে ১২৪ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা। মিরাজের ৫৫ বলের অপরাজিত ৭৪ রানে ভর করে ১৯ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় খুলনা। ম্যাচসেরা হয়েছেন মিরাজ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম। ৩ বলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন আফিফও। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যান মিরাজ।

৩৩ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি অলরাউন্ডার। তাকে যোগ্য সঙ্গ দেন অ্যালেক্স রোস। ১৯ বলে ২২ রান করে রোস আউট হলে মিরাজকে সঙ্গ দেন বোসিস্টো। ২০ বলে ১৮ রান করে এই অজি ব্যাটার আউট হলেও মিরাজের ৫৫ বলের অপরাজিত ৭৪ রানে ভর করে ১৯ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় খুলনা।

ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও এক উইকেট নেন রহমত আলী।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন কুমার দাস ও তানজিদ তামিম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি লিটন। ১০ বলে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। ৮ বলে ৩ রান করে তাকে সঙ্গ দেন হাবিবুর রহমান।

তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন তামিম। এতে পাওয়ার প্লেতে ৫৪ রান তুলতে পারে ঢাকা। ২৮ বলে ফিফটি তুলে নেন। কিন্তু ফরমানুল্লাহ (৫), থিসারা শূন্য রানে আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি তামিমও। ৩৭ বলে ৫৮ রান করে আউট হন তিনি। এরপরই ছন্দ হারায় ঢাকা।

শেষ দিকে রিয়াজ হাসানকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন সাব্বির রহমান। রিয়াজ ৫ রান এবং ১৭ বলে ২০ রান করে সাব্বির আউট হলে মেহেদী রানার ১৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের লড়াকু পুঁজি পেয়েছিল ঢাকা ক্যাপিটালস।

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালকে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ঢাকা ক্যাপিটালস টিমের সদস্যগণ
গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩