বিপিএল ২০২৫
বরিশালকে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস
সিলেটকে হারিয়ে এক ম্যাচ আগেই প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং কিংস। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের লক্ষ্য বরিশালকে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করা। সেই লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে বরিশালকে ২০৭ রানের লক্ষ্য দিয়েছে বন্দরনগরীর দলটি।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চিটাগংকে দুর্দান্ত শুরু এনে দেন খাজা নাফি ও পারভেজ ইমন। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৫ রান তুলতে পারে বন্দরনগরীর দলটি।
তবে ইনিংস বড় করতে পারেননি নাফি। ১৯ বলে ২২ রান করে ক্যাচ আউট হন তিনি। কিন্তু ব্যাট চালিয়ে ৩১ বলে ফিটটি তুলে নেন ইমন। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৪১ বলে ৭৫ রান করে আউট হন এই তরুণ ব্যাটার। ২১ বলে ২৬ রান করে তাকে সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক।
এরপর ২ বলে শূন্য রান করে মিথুন আউট হলেও চতুর্থ উইকেটে ব্যাট করতে এসে দ্রুত রান তুলতে থাকেন হায়দার আলী। তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালান শামীম পাটোয়ারিও। শেষ পর্যন্ত শামীমের ১২ বলের ৩০ রান এবং হায়দারের ২৩ বলের অপরাজিত ৪২ রানে ভর করে ২০৬ রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস।
বরিশালের হয়ে দুই উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এ ছাড়াও এবাদত হোসেন ও মোহাম্মদ নবী একটি করে উইকেট নেন।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন