দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির নবম আসর। আর মাত্র ১২ দিন পরই পাকিস্তান ও দুবাইয়ে শুরু হবে মাঠের লড়াই। তার আগে আগেই ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছে সাবেক ক্রিকেটাররা। টুর্নামেন্টটির দুই ফাইনালিস্টের নাম জানিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
তিনি জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। তবে তৃতীয় একটি দলের নামও জানিয়েছেন ইতিহাসের দ্রুততম বোলার।
দুবাইয়ে এক সাক্ষাৎকারে সাবেক এই পেসার বলেন, বিশ্বাস করি, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে পাকিস্তান, ভারত ও আফগানিস্তান খেলবে। আফগানরা যদি দল হিসেবে খেলতে পারে তারা সেমিফাইনালে খেলবে। দল হিসেবে তারা ম্যাচিউরিটি এবং ব্যাটাররা ধৈর্য্যর পরীক্ষায় পাস করলে চমকজাগানিয়া ফল দেখাতে পারে।
শোয়েবের মতে, ভারত ও নিউজিল্যান্ডকে যদি হারাতে পারে তাহলে চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ হয়ে যাবে পাকিস্তানের।
তিনি বলেন, আশা করি, আগামী ২৩ ফেব্রুয়ারি ভারতকে হারাবে পাকিস্তান। তবে এটাও বিশ্বাস করি, ভারত-পাকিস্তান টুর্নামেন্টের ফাইনালেও খেলতে পারে। আর ভারত-নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ হয়ে যাবে।
নানা আলোচনা-সমালোচনার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়নস ট্রফির এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৮ দলের টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্ত, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।
আরটিভি/এসআর/এস