ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

বরিশালকে দ্বিতীয় শিরোপা জিতিয়ে ম্যাচসেরা তামিম

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বিপিএলের ১১তম আসরের ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে বরিশাল। আর এই জয়ের অন্যতম নায়ক তামিম ইকবাল। ২৯ বলে ৫৪ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বরিশাল অধিনায়ক।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আগে ব্যাট করে বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং। জবাব দিতে নেমে ৪ বল এবং ৩ উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় বরিশাল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৭ রান তোলে বরিশাল। ২৪ বলে ফিফটি তুলে নেন তামিম।

বিজ্ঞাপন

নবম ওভারে শরিফুলের হাতে বল তুলে দেন অধিনায়ক মিথুন। এই ওভারের জোড়া উইকেট তুলে নিয়ে চিটাগংকে খেলা ফেরান এই বাঁহাতি পেসার। ২৯ বলে ৫৪ রান করে ওভারের প্রথম বলে ক্যাচ আউট হন তামিম। 

তবে তার দ্রুত গতির এই ইনিংসই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |