নির্বাচকদের এক হাত নিলেন শহীদ আফ্রিদি

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৫:০৭ পিএম


শহীদ আফ্রিদি
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। এরপর দলে বড় পরিবর্তন এনে নিউজিল্যান্ড সফরে গিয়েছে তারা। সেখানে হতাশ করেছে অধিনায়ক সালমান আগার দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

দলের এমন টানা হতাশাজনক পারফরম্যান্সের চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। সেই সঙ্গে নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

প্রতিপক্ষরা যখন স্কোয়াড সাজায় স্পিনারদের নিয়ে তখন মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনারকে দলে নেয় পাকিস্তান। যার ফল তারা পেয়েছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রথম শ্রেণিতে ১০-১১ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, এমন ক্রিকেটারদের পাঠিয়েছে তারা। আবার যেখানে স্পিনারদের প্রয়োজন সেখানে পেসারদে নিয়েছে।

শুধু নির্বাচক নন, ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন আফ্রিদি। তার ভাষ্য, এমন কিছু লাগছে না ব্যাটাররা আন্তর্জাতিক পর্যায়ের কিছু শিখছে। প্রত্যেকেই আফ্রিদির মতো খেলতে চায়। আপনি প্রতি ম্যাচে ২০০ করতে পারবেন না।

ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, উসমান খান এবং মোহাম্মদ হাসনাইন পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। দীর্ঘদিন ধরেই তারা বেঞ্চ গরম করছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission