চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইংল্যান্ডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। এরপরই গুঞ্জন ওঠে হ্যারি ব্রুকের কাঁধে উঠতে যাচ্ছে ইংলিশদের সাদা বলের নেতৃত্ব। এর মাঝে আইপিএল থেকে ব্রুক নাম সরিয়ে নেওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা।
সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে হ্যারি ব্রুককে আনুষ্ঠানিকভাবে সাদা বলের অধিনায়ক ঘোষণা দিয়েছেন ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে জশ বাটলারের রেখে যাওয়া দায়িত্ব এখন থেকে পালন করবেন তরুণ এই টপ অর্ডার ব্যাটার। ২৬ বছর বয়সী এই ব্যাটার কিছুটা অনভিজ্ঞ হলেও গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অধিনায়কত্ব নজর কেড়েছিলেন।
তবে নেতৃত্ব পেতে হ্যারি ব্রুককে অনেক কাঠখড়ও পোড়াতে হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি যেমন বেন স্টোকসকে অধিনায়কের পদে দেখতে চেয়েছিলেন।
তার মন্তব্য ছিল, স্টোকসকে অধিনায়ক করা না হলে সেটা বোকামি হবে। এই তালিকায় আরও ছিলেন লিয়াম লিভিংস্টোন। স্যাম বিলিংসও নিজেকে দেখতে চেয়েছিলেন অধিনায়কের পদে। যদিও সবকিছু শেষ করে ব্রুককেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য অধিনায়ক করেছে ইংল্যান্ড।
অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুক জানালেন বিশ্বকাপ জয় করার কথা, এই দেশে প্রচুর প্রতিভা রয়েছে। আর আমি খেলা শুরু, নিজের দলকে এগিয়ে নেয়ার জন্য মুখিয়ে আছি। সিরিজ জয়, বিশ্বকাপ কিংবা বড় কোনো ইভেন্ট জেতার অপেক্ষায় আমি। আমি খেলা শুরু করার জন্য আর নিজের সাধ্যের সবটা উজাড় করে দেয়ার অপেক্ষায়।
এর আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে অনূর্ধব-১৯ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন ব্রুক। দ্য হান্ড্রেডে নর্দান সুপারচার্জাসেও ছিলেন অধিনায়ক হিসেবে। যদিও গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সময়েই তার অধিনায়কত্বের প্রশংসা হয়েছিল সবচেয়ে বেশি।
আরটিভি/এসআর