ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৩:৪০ পিএম


loading/img
ছবি: বিসিবি

ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার লড়াইয়ে আজ স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। এবার হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে স্কটিশদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 

বিজ্ঞাপন

এর আগের ম্যাচে ১৭৮ রানের বড় জয়ের পর আয়ারল্যান্ডের সঙ্গে চাপে পড়ে জ্যোতি বাহিনী। সেই ম্যাচে শেষ পর্যন্ত ২ উইকেটের জয় পায় বাংলাদেশের মেয়েরা। আজকের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অনেক কাছে চলে যাবে বাংলাদেশ নারী দল। সেক্ষেত্রে নিজেদের শেষ দুই ম্যাচের এক ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে চলে যাবে বাংলাদেশ।

আরও পড়ুন

 

আর আজ যদি হেরে যায় সেক্ষেত্রে পরের দুই ম্যাচে জয়ের পাশাপাশি স্কটল্যান্ডের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগ্রেসদের।    

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ

শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খানা ও মারুফা আক্তার। 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |