ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রেকর্ড জয়ে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ বাছাই শুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৫:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭২ রানের বড় টার্গেট তাড়া করতে মাঠে নেমে মাত্র ৯৩ রানে গুটিয়ে গেছে থাইল্যান্ড নারী দল।ফলে ১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশের মেয়েরা। এক দিনের ম্যাচে বাংলাদেশের মেয়েদের বড় ব্যবধানে জয়ের রেকর্ডটাও আজ রেকর্ড বুকে লেখা হলো। এর আগে আইরিশ মেয়েদের বিপক্ষে বড় রানের জয়ের রেকর্ড ছিল টাইগ্রেসদের।    

বিজ্ঞাপন

এদিন টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে আমন্ত্রণ জানান থাইল্যান্ড নারী দলের অধিনায়ক নারুয়েমল চাওয়াই। শুরুতে ব্যাট করতে নেমে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ। জ্যোতির সেঞ্চুরির পর ১২৬ বল খেলে ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন আক্তার। জয়ের জন্য খেলতে নেমে ২৮ দশমিক ৫ ওভার খেলে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড নারী দল।বাংলাদেশের হয়ে পাঁচটি করে উইকেট তুলে নেন দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস।

দলীয় ৩৮ রানের মাথায় থাইল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে দেন ফাহিমা। ২৬ বল খেলে ২২ রান করে সাজঘরে ফেরেন ছানিদা সুথিরুয়াং। পরপর দুটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন ফাহিমা। এরপর জান্নাতুল বোলিংয়ে এসে থাই মেয়েদের আরও চাপ বাড়িয়ে দেন। একের পর এক উইকেট তুলে নিয়ে উৎসবে মেতে উঠেন জ্যোতরা। শেষ পর্যন্ত লাল সবুজদের বোলিংয়ের সামনে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা।       

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে, অধিনায়ক নিগার সুলতানার সেঞ্চুরি এবং শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান করে টাইগ্রেসরা। এছাড়া, ওপেনার ফারজানার ব্যাট থেকে আসে ৫৩ রানের ইনিংস।ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতকের দেখা পেলেন জ্যোতি। ১৫ চার ও এক ছক্কায় ৭৮ বল মোকাবেলা করে সেঞ্চুরি করেন তিনি। এই দিন ব্যাট হাতে খেলতে নেমে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েন এই টাইগ্রেস অধিনায়ক।  

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। ১৫ এপ্রিল টাইগ্রেসদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৭ ও ১৯ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।    


আরটিভি/ এস কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |