এবার ক্লাবের মালিক হলেন লুকা মদ্রিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৫:০৬ পিএম


লুকা মদ্রিচ
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ক্লাবের তারকা ফুটবলার লুকা মদ্রিচ এবার নতুন পরিচয়ে যুক্ত হলেন। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের পর এবার ফুটবল ক্লাবের মালিক হওয়ার তালিকায় নিজের নাম লিখলেন মদ্রিচ। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ‘চ্যাম্পিয়নশিপ’ ক্লাব সোয়েনসা সিটিতে ক্রোয়েশিয়ার এই ফুটবল তারকা বিনিয়োগ করছেন। 

বিজ্ঞাপন

বিনিয়োগের মাধ্যমে ক্লাবটির মালিকের আসনে বসলেন লুকা। বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে একই লিগে সোয়েনসা সিটিও রয়েছে। বর্তমানে  লিগ টেবিলের ১২তম অবস্থানে রয়েছে এই ক্লাবটি।  

মদ্রিচ ছাড়াও অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস ও জেসন কোহেন ক্লাবটির মালিকানার তালিকায় আছেন। যদিও ক্লাবটির কে কত শতাংশ মালিক, তা এখনও প্রকাশ করা হয়নি। ক্লাবটির আগের মালিক জেসন লেভিয়েন ও স্টিভ কাপলান তাদের শেয়ার বিক্রি করেন। সেই অংশই কিনে নিয়েছেন বর্তমানে ক্লাবের বিনিয়োগকারীরা। সেই বিনিয়োগকারীদের নামের তালিকায় রয়েছে মদ্রিচের নাম।    

বিজ্ঞাপন

ক্লাবের মালিক হয়ে উচ্ছ্বসিত মদ্রিচ। তিনি বলেন, এটা একটা রোমাঞ্চকর সুযোগ। সোয়েনসার শক্তিশালী পরিচিতি এবং অসাধারণ সমর্থক গোষ্ঠী রয়েছে। তাদের উচ্চাকাঙ্ক্ষা সর্বোচ্চ স্তরের। সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি, ক্লাবের উন্নতিতে অবদান রাখতে পারব। আমার লক্ষ্য ক্লাবটিকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। 

সোয়েনসা সিটি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবে লুকার বিনিয়োগ আমাদের আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনারই প্রতিফলন। মাঠ ও মাঠের বাইরে তার উপস্থিতি ক্লাবের পরিচিতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

ক্লাবের প্রধান নির্বাহী টম গরিঞ্জ বলেন, একাডেমি থেকে শুরু করে প্রথম দলের খেলোয়াড়দের জন্য মদ্রিচের চেয়ে ভালো রোল মডেল আর হতে পারে না। শুধু মালিক নয়, মদ্রিচ সোয়েনসা সিটির শুভেচ্ছাদূতের ভূমিকাও পালন করবে। 

আরটিভি/এসকে-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission