ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মার্চের সেরা ক্রিকেটার শ্রেয়াস 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৪:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ব্যাট হাতে আলো ছড়ান শ্রেয়াস আইয়ার। সেই সাথে ভারতের শিরোপা জয়ে তার রান বড় অবদান রাখে। এ কারণে এবার আইসিসি থেকে পুরস্কার পেলেন আইয়ার। মার্চ মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন তিনি।     

বিজ্ঞাপন

আইসিসি তাদের ওয়েবসাইটে মার্চ মাসের সেরা খেলোয়াড় হিসেবে শ্রেয়াস আইয়ারের নাম ঘোষণা করে। সবমিলিয়ে তিনটি ইনিংসে ব্যাট করেন তিনি। তবে তিনটিই  কার্যকর ইনিংস উপহার দেন দলকে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৯, পরের ম্যাচে সেমিফাইনালে করেন ৪৫ রান। ফাইনালেও ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখেন ভারতের এই ব্যাটার। ফাইনালে তার ব্যাট থেকে আসে ৪৮ রান। 

আরও পড়ুন

আইসিসির এই পুরস্কার জিতে সম্মানিত বোধ করছেন শ্রেয়াস। তিনি বলেন, ‘মার্চ মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি অবিশ্বাস্য রকমের স্পেশাল, বিশেষ করে এমন এক মাসে, যেখানে আমরা চ্যাম্পিয়নস ট্রফি উঁচিয়ে ধরেছি, যে মুহূর্তটি আমি আজীবন লালন করব। ’

 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |