ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হাসপাতালের দাবি জানালেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৭:৫৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম সবসময় তার নিজ এলাকা পঞ্চগড়কে নিয়ে ভাবেন। এলাকার জন্য ভালো কিছু করার চেষ্টা করেন। আজ (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিজ এলাকার জন্য একটি হাসপাতালের দাবি জানান শরিফুল। 

বিজ্ঞাপন

তিনি লেখেন, 'আসসালামু আলাইকুম, আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি। কারণ পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারত। আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে।'

আরও পড়ুন

শরিফুলের মানবিক আহ্বানের পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। অনেকেই তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সাথে কেউ কেউ বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করার আহ্বান জানিয়েছেন।  


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |