বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের মানুষ বসবাস করে থাকে। তাদের মধ্যে অনেকেই বিদেশের ক্রীড়াঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। বাংলাদেশি বংশোদ্ভুত সেই সকল ক্রীড়াবিদরা যেন বাংলাদেশের হয়ে খেলেন এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি আজ দুপুরে সকল ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বা প্রধান নির্বাহীকে এই সংক্রান্ত চিঠি দিয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এনএসসির সচিব মোঃ আমিনুল ইসলাম সকল ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বা প্রধান নির্বাহীকে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রয়োজনীয় সহায়তা প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে ওই চিঠিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি কোনো ফেডারেশন/ক্রীড়া সংস্থা এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করলে অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া পরিষদ পাশে থাকবে বলেও জানানো হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী ইতিমধ্যে বাংলাদেশের হয়ে খেলছেন। কানাডা জাতীয় দলের হয়ে খেলা সামিত সোম সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিক্স ও সাঁতারে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের দ্রুততম মানব ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতেছেন। যা বাংলাদেশের অ্যাথলেটিক্সের জন্য একটি ইতিহাস।
বাংলাদেশকে সর্বোচ্চ সাফল্য দিয়েছে অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান। বাকিরা এশিয়ান গেমস, অলিম্পিকের মতো আসরে খেলার সুযোগ পেলেও পুরোপুরি সাফল্য বয়ে আনতে পারেনি।
বাংলাদেশি বংশোদ্ভূতদের দেশের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে সফলতার সম্ভাবনা রয়েছে। তাই জাতীয় ক্রীড়া পরিষদ এজন্য চিঠিতে ‘স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি খেলোয়াড়গণকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করার সক্রিয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত’ শিরোনাম করেছে। ফেডারেশনগুলো গুরুত্ব দিয়ে এই নির্দেশনা অনুসরণ করলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশ্ব ক্রীড়াঙ্গনে এগিয়ে যেতে পারবে।
আরটিভি/এসকে/এআর