ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন আনচেলত্তি 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৩:৩৪ পিএম


loading/img
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারের পর সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর আশায় ছিল রিয়াল মাদ্রিদ সমর্থকরা। তবে এই ম্যাচেও ব্যর্থ হয়েছে ভিনি-রদ্রিগোরা। দ্বিতীয় লেগে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লস ব্লাঙ্কোসরা।

বিজ্ঞাপন

এতে ২০২০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের বাইরে রিয়াল মাদ্রিদ। তাই আর্সেনালের কাছে হারের পর কোচের চাকরি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে নিজের চাকরি থাকা না থাকার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে আনচেলত্তি কাছে জানতে চাওয়া হয় রিয়াল মাদ্রিদের তার ভবিষ্যৎ নিয়ে। জবাবে তিনি বলেন, আমি জানি না এবং জানতে চাইও না। এই মুহূর্তে আসলে এসব নিয়ে কথা বলতে পারি না। এমনও হতে পারে, ক্লাব ভাবতে পারে পরিবর্তন আনার কথা। সেটা এই বছর হতে পারে বা আগামী বছর আমার চুক্তি শেষেও হতে পারে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, যেদিন এখানে আমার পথচলার শেষ হবে, একটি ব্যাপারই করতে পারি, সেটা হলো ক্লাবকে ধন্যবাদ জানানো, সেই দিনটি কালকে হতে পারে, মাসখানেকের মধ্যে হতে পারে কিংবা এক বছরের মধ্যে। 

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের সঙ্গে আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে কার্লো আনচেলত্তির। ক্লাবটিতে দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। তার এই মেয়াদে বেশ কিছু সাফল্য পেয়েছে দল। জিতেছে একাধিক শিরোপা। এমনকি ক্লাবের ইতিহাসের সর্বাধিক ট্রফিজয়ী কোচও এখন আনচেলত্তি।

তার অধীনে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল।

আরটিভি/এসআর/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |