মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন ধনশ্রী বর্মা ও যুজবেন্দ্র চাহাল। তাদের পক্ষ থেকে জানানো হয়, বিগত ১৮ মাস ধরে আলাদা ছিলেন তারা। শুধু তাই নয়, দুজনে ডিভোর্স নেওয়ার কারণও প্রকাশ্যে আনেন।
প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে আরজে মাহভাশের সঙ্গে প্রেমের ঘটনা নিয়ে জল্পনা শুরু হয় চাহালের। সেই জল্পনা যেনো আইপিএলের মাঝে আরও বেড়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হন এই স্পিনার। তার পরেই লাল গোলাপের একটি তোড়া পান তিনি। কে পাঠালেন সেই ফুল এই নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা।
এর পর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ফুলের তোড়া হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন চাহাল। তার পরেই আলোচনা শুরু হয়। পরে জানা যায়, চাহালের প্রমিকা মাহভাশই সেই ফুলের তোড়া পাঠিয়েছেন। কলকাতা-পাঞ্জাব ম্যাচের পর সামাজিক মাধ্যমে চাহালের প্রশংসাও করেন মাহভাশ।
এই নিয়ে মাহভাশ লেখেন, ‘কী প্রতিভাবান মানুষ। একটা কারণে সর্বোচ্চ উইকেটের মালিক। অসম্ভব!’ মাহভাশ বোঝাতে চেয়েছেন, যে ভাবে কেকেআরকে একার কাঁধে চাহাল হারিয়েছেন তা সহজ নয়। অসম্ভব কাজকে সম্ভব করেছেন তিনি।
ফুলের তোড়া হাতে চাহালের ছবি নিয়ে আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই অবশ্য সেই পোস্ট মুছে ফেলেন চাহাল। কেন এই কাজ করলেন তিনি? অনেকের মতে, মাহভাশ হয়তো আপত্তি করেছিলেন। হয়তো তারা এখনই সবাইকে কিছু জানাতে চান না। চাহাল আনন্দের বশে ছবি দিয়ে ফেলেছিলেন। পরে বিষয়টি বুঝতে পেরে মুছে দেন তিনি। তবে ততক্ষণে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।
প্রথমবার তাদের একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখা গিয়েছিল। দুবাইয়ের মাঠে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন চাহাল। তার পাশেই বসা ছিলেন মাহভাশ। পরে সামাজিকমাধ্যমে কিছু ছবিও দিয়েছিলেন মাহভাশ। সেখানেও তার পাশে বসা ছিলেন চাহাল।
তবে তাদের সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মাহভাশ। তিনি লেখেন, ‘নেটমাধ্যমে কিছু খবর ছড়িয়ে পড়েছে। এই সব গুজব দেখে হাসি পায়। বিপরীত লিঙ্গের কোনও মানুষের পাশে যদি আপনি বসে থাকেন, তার মানে কি তার সঙ্গে আপনি প্রেম করছেন? তাহলে একসঙ্গে কত মানুষের সঙ্গে আপনি প্রেম করবেন? আমি দুই তিন দিন চুপ ছিলাম। কিন্তু এবার মুখ না খুলে পারলাম না।’
চাহাল নিজেও জানিয়ে ছিলেন এই ধরনের খবর না ছড়াতে। কিন্তু বার বার এই ধরনের খবরে দু’জনের সম্পর্কের গুঞ্জন যেনো বেড়েই চলেছে।
আরটিভি/এসকে-টি