আইসিসির এলিট প্যানেলে থাকা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ারের চাকরি ছাড়তে চাচ্ছেন বলে গুঞ্জন ওঠে। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো সংক্রান্ত বিতর্কের জেরে তীব্র ক্ষোভ ও অপমানবোধ থেকে তিনি এই সিদ্ধান্ত নেন। সৈকত ঘরোয়া ক্রিকেটে দায়িত্ব পালন না করারও সিদ্ধান্ত নিয়েছেন।
ডিপিএলে মোহামেডানের অধিনায়ককে নিয়ে সিসিডিএমের সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধই হয়েছেন দেশসেরা এই আম্পায়ার। আর এর জন্যই ক্রিকেট বোর্ডের কাছে চাকরি ছাড়তে চেয়ে পত্র দিয়েছেন বলেও জানা যায়। যার কারণে বুধবার (২৩ এপ্রিল) আম্পায়ার সৈকতের সঙ্গে আলোচনায় বসেছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া মন্তব্যে সৈকতের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনার হয়েছে বলে জানিয়েছেন। অর্থাৎ, দেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ে থাকছেন সৈকত! কেবল তাই নয়, তাওহীদ হৃদয়কে দেওয়া শাস্তিও বলবৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোয় এক ম্যাচ নিষিদ্ধ হন তাওহিদ হৃদয়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী–মোহামেডান ম্যাচে এই ঘটনা ঘটে। বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙার কারণে হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে ৮০ হাজার টাকাও জরিমানা করা হয়।
আরটিভি/এসকে