ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আইপিএলের ফাইনালে বৃষ্টি হলে ট্রফি উঠবে কার হাতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ১০:১১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর পর্দা নামতে যাচ্ছে এবারের আইপিএলের ১৮তম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে মঙ্গলবার (৩ জুন) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস। আইপিএলের ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে দুঃসংবাদ হলো ফাইনালেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 

বিজ্ঞাপন

ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। আর টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। সন্ধ্যা ৬টায় আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। সন্ধ্যা ৭টায় বৃষ্টির সম্ভাবনা ৫ শতাংশ। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা মাত্র ২ শতাংশ।

আইপিএল ফাইনালের দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ শুরুর আগে সেই সম্ভাবনা অনেক। ম্যাচ শুরুর সময়ে এবং রাতের দিকে ম্যাচ চলাকালীন সময় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।  

বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে কোন দল? বৃষ্টি হলে ম্যাচের ফলাফল নির্ধারণে বিসিসিআই কী ভাবে খেলার ফলাফল নির্ধারণ করবে, সেই তথ্য জেনে নেওয়া যাক:  

খেলায় বৃষ্টি হলে ম্যাচ শেষ করার জন্য বাড়তি ২ ঘণ্টা সময়ের ব্যবস্থা করেছে বিসিসিআই। অর্থাৎ, গভীর রাত পর্যন্ত খেলা চালিয়ে ফলাফল নির্ধারণের চেষ্টা করা হবে। তবে যদি নিতান্তই এই দিন ফাইনাল ম্যাচের আয়োজন না করা যায়, তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে’তে। 

বৃষ্টিতে ২০ ওভারের খেলা আয়োজন সম্ভব না হলে অন্তত পক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ফাইনাল আয়োজনের চেষ্টা করা হবে। যদি তা-ও সম্ভব না হয়, তবে ১ ওভারের সুপার ওভারে ফাইনালের ফলাফল নির্ধারণের চেষ্টা করতে পারেন ম্যাচ অফিসিয়ালরা।

বিজ্ঞাপন

৪ জুন অর্থাৎ বুধবার পুনরায় একই মাঠে ও একই সময়ে শুরু হবে আইপিএল ফাইনাল। রিজার্ভ ডে’তেও প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে বাড়তি ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

যদি রিজার্ভ ডে’তেও আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচ আয়োজন করা না যায়, তাহলে নিয়ম মতো লিগ টেবিলে যে দল উপরে ছিল, তাদের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে। অর্থাৎ, ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে পাঞ্জাব কিংস আইপিএল চ্যাম্পিয়ন হবে। কেননা তারা ১ নম্বরে থেকে লিগের খেলা শেষ করেছে। আরসিবি ছিল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |