অবসর নিলেন স্পেনের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২১ মে ২০২৫ , ০৩:৪৯ পিএম


পেপে রেইনা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক পেপে রেইনা। ৪২ বছর বয়সে এসে এই অভিজ্ঞ ফুটবলার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন। 

বিজ্ঞাপন

বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে ফুটবল হাতেখড়ি রেইনার। এরপর একে একে ইউরোপের বড় বড় ক্লাব ভিয়ারিয়াল, লিভারপুল, নাপোলি, বায়ার্ন মিউনিখ, এসি মিলান এবং সর্বশেষ কোমোর হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি সময় খেলেছেন। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে ৩৯৪ ম্যাচে মাঠে নেমে গোলবারের দায়িত্ব পালন করেছেন। এই সময়ে টানা তিন মৌসুম প্রিমিয়ার লিগের ‘গোল্ডেন গ্লাভস’ জিতে নেন।  

লিভারপুলের হয়ে এফএ কাপ ও লিগ কাপ জেতার পাশাপাশি বায়ার্ন মিউনিখের হয়ে ঘরোয়া লিগে শিরোপার স্বাদও পেয়েছেন রেইনা। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ছিলেন স্পেনের একমাত্র বিশ্বকাপজয়ী দলের সদস্য।  স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। 

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) রাতে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের কথা জানিয়ে রেইনা বলেন,‘আমি একটা খুব সুন্দর ক্যারিয়ারের শেষের দিকে এগিয়ে যাচ্ছি। এত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়ায় আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমার ধারণা ছিল না যে এই মুহূর্তটা এত দ্রুত চলে আসবে। কিন্তু মনে হচ্ছে সময়টা এসে গেছে।’

আরও পড়ুন

খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও রেইনার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে  কোচিংয়ের মাধ্যমে ফুটবলের সঙ্গেই থাকা। রেইনা লেখেন,‘ফুটবল আমার শিরায় বইছে। এটি ছাড়া জীবন কল্পনাও করতে পারি না।’
 
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission