গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশ দাপটের সঙ্গে শুরু করে। মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল টাইগাররা। কিন্তু মুশফিকের আউটের পরই শুরু হয় ছন্দপতন। শেষ বিকেলের ধসে মাত্র ২৬ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।
১৫১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান। ব্যাটিং অর্ডারের মাঝখানে লিটন (৯০) ও মুশফিক (১৬৩) বড় ইনিংস খেললেও পরের ব্যাটাররা হতাশ করেছেন। হাসান মাহমুদ ও নাহিদ রানা শূন্য রানে অপরাজিত রয়েছেন।
দলীয় ৪৫৮ রানে ৪ উইকেট থাকা বাংলাদেশ একসময় ৫৫০ বা তার বেশি রান প্রত্যাশা করছিল, কিন্তু হঠাৎ ছন্দপতনের কারণে ৫০০ ছোঁয়াও এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
দলীয় ৪৫৯ রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেট পতনের পর পরের দিকের ব্যাটাররা প্রতিরোধ গড়তে পারেনি। ৪৮৪ রানে নবম উইকেট পতন হয় টাইগারদের। এসময় জাকের আলি ৮, নাইম হাসান ১১, তাইজুল ইসলাম ৬ রানে আউট হন। দিন শেষে হাসান মাহমুদ ও নাহিদ রানা বাংলাদেশের রানের চাকা সচল রাকখার দায়িত্বে।
শ্রীলংকার হয়ে অভিষিক্ত স্পিনার থারিন্দু, দুই পেসার আসিথা এবং মিলান রত্নায়েকে ফার্নান্দো ৩টি করে উইকেট তুলে নেন।
আরটিভি/এসকে