ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৭:৩৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সবশেষ পিএসএলে খেলতে দেখা গিয়েছিল তাকে। কয়েকদিন আগেই সাকিবকে দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে। এবার আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগে খেলবেন সাকিব। রোববার (২২ জুন) নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ। তবে কোন দলের হয়ে খেলবেন তা এখনও জানা যায়নি। 

আরও পড়ুন

এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে সাকিব ছাড়াও খেলবেন মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরাদের মতো তারকারা। 

উল্লেখ্য, আগামী ১৬ জুলাই আইল্যান্ডে মাঠে গড়াবে ৮ দলের ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টের দ্বিতীয় আসর। যা চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই মাঠে গড়াবে এই টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |