• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বার্সাকে রুখে দিলেন গুয়াইতা

স্পোর্টস ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৩

ঘরের মাঠে গেটাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল কাতালানরা। আগের ম্যাচে এসপানিওলের মাঠে ১-১ গোলে ড্র করেছিল আর্নেস্টো ভালভার্দে।

রোববার রাতের ম্যাচটির নায়ক গেটাফের গোলকিপার ভিসেন্তে গুয়াইতা। জায়ান্টদের সব আক্রমণ নসাৎ করে দিয়ে গোলবঞ্চিত রাখতে সক্ষম হয়েছেন তিনি।

ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের সাবেক গোলরক্ষক গুয়াইতা ফিলিপে কুতিনহো ও লিওনেল মেসির শট ঠেকিয়ে দেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: এগিয়ে বোলাররা, পিছিয়ে ব্যাটসম্যানরা
--------------------------------------------------------

ন্যু ক্যাম্পের এ ম্যাচে বার্সার হয়ে লিগে অভিষেক হয়েছে ইয়ারি মিনার। একটি গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তার হেড পোস্টের বাইরে দিয়ে যায়।

শেষ দিকে গোল প্রায় পেয়ে যাচ্ছিল গেটাফে। ৩০ গজ দূর থেকে ভিতোরিনোর ফ্রি কিক বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের হাতে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়। কর্নার নেওয়ার মতো সময়ও ছিল না তখন।

তবে এবারের লিগে এখন পর্যন্ত অপরাজিতই থাকল বার্সা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে সাত পয়েন্ট এগিয়ে মেসি-সুয়ারেজরা।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল ওসাসুনা
উয়েফা থেকে কঠিন শাস্তি পেল বার্সেলোনা