ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বল টেম্পারিং: আবেদন করবেন না ওয়ার্নার-বেনক্রাফটও

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ০৫ এপ্রিল ২০১৮ , ০৩:০৪ পিএম


loading/img

কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের মতোই শাস্তির বিরুদ্ধে আপিল করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রাফট। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ) শাস্তি হিসেবে দুই অধিনায়ককে এক বছর এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করে। 

বিজ্ঞাপন

সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের পর ওয়ার্নার-ক্যামেরন ব্যানক্রফটও ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া শাস্তি মেনে নিলেন। তিনি জানান, ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া শাস্তির বিরুদ্ধে কোনো আবেদন করবেন না তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওয়ার্নার লেখেন, আমি আজ ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানাতে চাই, আমার উপর আরোপিত নিষেধাজ্ঞা আমি মেনে নিচ্ছি। আমার এমন কর্মের জন্য সত্যিই আমি দুঃখিত। এখন আমাকে একটি ভালো মানুষ, সহকর্মী এবং রোল মডেল হতে আমার পক্ষে যা কিছু করা সম্ভব তার সবকিছুই করবো।

বিজ্ঞাপন

আজ স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত সিদ্ধান্ত জানানোর সময় ছিল। তবে নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগেই ওয়ার্নার টুইট করেন।

উল্লেখ্য, কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ফিল্ডার ব্যানক্রফটকে কিছু দিয়ে বল ঘষতে দেখা যায়। এই ভিডিও চিত্রটি ক্যামেরায় ধরা পড়ে এবং মাঠের বড় স্ক্রিনে সম্প্রচারিত হয়। এর সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্কের। পরে দিনশেষে কেমেরন ব্যানক্রফট ও অজি অধিনায়ক স্মিথ দুজনেই এই অভিযোগটি স্বীকার করেন।

তার ভিত্তিতে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অজি অধিনায়ককে ১ ম্যাচ জরিমানা এবং ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা করে। আর ব্যানক্রফটকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করে।

বিজ্ঞাপন

তিনজনই তাদের শাস্তি মেনে নেয়ায় এখন আর নতুন করে আপিলের বিষয়টি থাকলো না। নিষেধাজ্ঞা শেষে স্মিথ ও ওয়ার্নার আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবেন ২০১৯ সালের এপ্রিলে, এর তিন মাস আগে ব্যানক্রাফট। তবে স্মিথ দুই বছর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে পারবেন না। ওয়ার্নার ভবিষ্যতে কখনোই আর অধিনায়কের কোনো পদে বিবেচিত হবেন না।

এএ/ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |