• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ যুব দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৪১

চলছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর ভেতরই আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। দেশি-বিদেশি ক্রিকেটারদের মেলা বসেছে বিপিএলকে ঘিরে।

ইংলিশরা আসছে এক টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজটি হবে চট্টগ্রাম ও কক্সবাজারে। আগামীকাল রোববার ঢাকায় এসে পৌঁছাবে ইংলিশ যুবারা।

এদিকে দ্বিপাক্ষিক এই সিরিজের জন্য আজ শনিবার বাংলাদেশ যুব দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আকবর আলীকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয় শামিম হোসেনকে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তামজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমিত হাসান, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, আশরাফুল ইসলাম, মোহাম্মদ রিসাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও তানজিম হাসান সাকিব।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়