• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সালার নিখোঁজ হওয়া বিমানের অংশে মিলেছে দেহাবশেষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৭

ইংলিশ প্রিমিয়ার লিগের দল কার্ডিফ সিটিতে নাম লিখিয়েছিলেন এমিনিয়ানো সালা। ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব নান্তেস থেকে পাড়ি জমাতে চেয়েছিলেন প্রিমিয়ার লিগে। একারণে গত ২১ জানুয়ারি যাত্রা করেছিলেন কার্ডিফের উদ্দেশে। তবে সেই যাত্রাকালে ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় তার বহনকারী বিমানটি। আর্জেন্টাইন এই ফুটবলার ছাড়াও বিমানটিতে ছিলেন শুধুমাত্র পাইলট।

কিছুদিন উদ্ধার অভিযান চালিয়েও কোনও হদিস না মিললে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান বন্ধ করে দেয়া হয়। তবে সালার পরিবারের নিজ উদ্যোগে বেসরকারিভাবে চলে উদ্ধার অভিযান।

১৩ দিন পর সোমবার এয়ার এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (আইআইবি) সন্ধান চালিয়ে বিমানের কিছু ধ্বংসাবশেষ পায়। সেই ধ্বংসাবশেষে মানবদেহের একটি অস্তিত্ব পায় বলে জানায় আইআইবি।

সংস্থাটির উদ্ধার অভিযানের প্রধান ডেভিড মিয়ার্নস জানান, পানির নিচে একটি ভিডিও ফুটেজে বিমানের ধ্বংসাবশেষের ভেতর দেহের অস্তিত্ব রয়েছে। তবে আমরা নিশ্চিত নই সালা বা পাইলট ডেভিড ইবটসন কার দেহাবশেষ সেটি।

২৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড সালা নান্তেসের হয়ে ১২০ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন।

এস/ডি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৫৫
রাশিয়ার হামলার শঙ্কায় ইউক্রেনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র
শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব পাস স্থগিত
চোরাচালান অভিযোগ উঠলে উড়োজাহাজের পারমিট বাতিল: এনবিআর