• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

উয়েফার বিষেদাগার করে শাস্তির মুখে নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ মার্চ ২০১৯, ১৫:১৮

প্রথম লেগে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে নেমেছিল ম্যানইউ-পিএসজি। কিন্তু নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে রেড ডেভিলদের কোয়ার্টারে জায়গা পাইয়ে দেন মার্কাস রাশফোর্ড। সঙ্গে সঙ্গেই দ্য পারিসিয়ানদের স্বপ্ন চুরমার হয়ে যায়।

এদিন ম্যাচটি মাঠে বসেই দেখেছিলেন দলটির সেরা তারকা নেইমার। তিনি মাঠে থাকলে হয়তো খেলার ফলাফল অন্যরকম হত। কিন্তু ইনজুরির কারণে তিনি পরাজয় দেখেছেন গ্যালারিতে বসে। শেষ মুহূর্তে (ভিএআর) এর সাহায্যে দেয়া পেনাল্টির সিদ্ধান্তটি একেবারেই পছন্দ হয়নি ব্রাজিলিয়ান যুবরাজের। তাই তো ম্যাচ শেষে ইনস্টাগ্রামে উয়েফাকে নিয়ে গালাগালি করেন। সেখানে ম্যাচ পরিচালনা করা রেফারিরাও বাদ ছিল না।

-------------------------------------------------------
আরও পড়ুন : পাকিস্তানের বিপক্ষে স্মিথ-ওয়ার্নার ছাড়াই অস্ট্রেলিয়া
-------------------------------------------------------

বিষয়টি নজর এড়ায়নি উয়েফা কর্তাদের। যার ফলে তাকে শাস্তি দেয়ার কথা চিন্তা করছে উয়েফা। উয়েফার আইন অনুযায়ী ১১ নম্বর ধারা লঙ্ঘন করেছেন নেইমার। ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি।

ব্রাজিল যুবরাজ শাস্তি পাচ্ছেন না কি না,তা জানা যাবে ২৮ মার্চ। ওই দিন উয়েফার কর্তাব্যক্তিরা বৈঠকে বসবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর আগে এ ধরনের কাণ্ডে শাস্তি পান লিভারপুলের ক্রোয়াট ডিফেন্ডার দেয়ান লভরেন। উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়া-স্পেন ম্যাচের পর স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোসকে উল্টোপাল্টা বলেন তিনি। এ কারণে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয় তাকে। এখন দেখার বিষয়, নেইমারকেও লভরেনের ভাগ্যবরণ করতে হয় কি না?

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপই আমার শেষ: নেইমার
টিভিতে আজকের খেলা
উড়ন্ত লিভারপুলকে রুখে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড
শেষ মুহূর্তের রোমাঞ্চে হ্যাটট্রিক শিরোপা জয় পিএসজির