• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

রুবেলের অস্ত্রপচার সম্পন্ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০১৯, ১৩:০৪

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লার হয়ে অংশ নিয়েছিলেন মোশাররফ হোসেন রুবেল। টি-টোয়েন্টির এই টুর্নামেন্ট চলাকালীন রাতের বেলায় খিচুনি উঠতো। এর পর বেশ কয়েকজন চিকিৎসকের কাছে শরণাপন্ন হবার পর জানতে পারলেন ব্রেন টিউমারে আক্রান্ত তিনি। এর পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে হাসপাতালে চিকিৎসা নিতে গেল বৃহস্পতিবার ঢাকা ছাড়েন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় এই স্পিনিং অলরাউন্ডারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিখ্যাত নিউরোসার্জন আলভিন হং এতে নেতৃত্ব দেন।

------------------------------------------------------------
আরও পড়ুন : জাতীয় দলের সঙ্গে মেসির অনুশীলনের ছবি দেখেছেন?
-------------------------------------------------------------

অস্ত্রোপচারের পর এরই মধ্যে জ্ঞানও ফিরেছে ৩৭ বছর বয়সী ক্রিকেটারের।

পারিবারিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ডাক্তাররা জানিয়েছিলেন টিউমারটি লো গ্রেডের। তবে এটি আসলে মিডল গ্রেডের। আগামী দুই দিনের মধ্যে বায়োপসি সম্পন্ন করা হবে। এর পর বোঝা যাবে ক্যানসারের মতো কোনো বড় ধরনের ঝুঁকি আছে কি না।

ব্যক্তিগত উদ্যেগে চিকিৎসার খরচ বহন করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি) রুবেলকে সব ধরনের সহযোগিতা দিবে বলে আগেই জানিয়েছিলেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়