ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মামলায় হেরে ভারতকে সাড়ে ১৩ কোটি টাকা দিচ্ছে পিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ , ০১:৪৯ পিএম


loading/img

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডিসপুট রেজোলিউশন কমিটিতে মামলা করেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে সেই মামলায় হেরে গিয়ে অবশেষে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩ কোটি ৫০ লাখ ২০ হাজার ৮০০ টাকা) ক্ষতিপূরণ দিতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা ২.২ মিলিয়ন ডলারের খরচের ক্ষতিপূরণের মামলা হেরে গিয়েছি। অর্থাৎ ভারতে যে ক্ষতিপূরণ দিতে হচ্ছে তার বাইরে মামলা লড়ার খরচ ও অন্যান্য আইনি খরচ মিলিয়ে এই টাকা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দিতে হচ্ছে। 

গেল বছর বিসিসিআইয়ের বিরুদ্ধে আইসিসির ডিসপুট রেজোলিউশন কমিটিতে ৭০ মিলিয়ন ডলারের মামলা করে পাকিস্তান। তাদের সঙ্গে মউ চুক্তি মানেনি ভারত, সেই দাবি করে মামলা করে। 

বিজ্ঞাপন

সেই চুক্তি অনুযায়ী পাকিস্তানের সঙ্গে ভারতের ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে। বিসিসিআইয়ের যুক্তি ছিল, তারা পাকিস্তানের সঙ্গে খেলতে পারেনি কারণ সরকার অনুমতি দেয়নি। 

পাকিস্তানের চুক্তি অনুযায়ী খেলতে বিসিসিআই বাধ্য নয় বলে দাবি করা হয়। পাকিস্তান এই বক্তব্য নিয়ে আইসিসির কাছে গেলে তা গ্রাহ্য হয়নি।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |