• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাতে জার্মানির প্রতিপক্ষ সার্বিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মার্চ ২০১৯, ১১:৫৩

আন্তর্জাতিক প্রীতি ফুটবলে বুধবার সার্বিয়ার মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

জার্মানির ওলভসবার্গ শহরের ভল্কসওয়াগেন অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।

গেল বছর রাশিয়ায় ব্যর্থতার পর ঢেলে সাজানোয় নতুন রূপ পেয়েছে চারবারের বিশ্বজয়ী দলটি। অনূর্ধ্ব ২১ থেকে জায়গা দেয়া হয়েছে নিকোলাস স্টার্ক, লুকাস ওস্তেরমান ও ম্যাক্সিমিলান এগকে। বাদ দেয়া হয়েছে জেরোম বোয়েটেং, ম্যাট হামেলস ও থমাস মুলারের মতো তারকাদের।

অন্যদিকে অধিনায়কত্ব ফিরে পেয়েছেন গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার। বিশেষ নজর থাকবে ম্যানচেস্টার সিটির তারকা লেরয় সানের দিকে। ফিফা র‌্যাংকিংয়ে ১৬তম স্থানে নেমে যাওয়া জোয়াকিম লো’র শিষ্যদের চ্যালেঞ্জ নিজেদের ভয়ংকর রূপ ফিরে পাওয়া।

আগামী ২৫ মার্চ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে নামবে জার্মানরা।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারা বলেছিল আমি সৌদিতে টাকার জন্য এসেছি: রোনালদো
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার
আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলে হারিয়ে রাবির জয়
সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার মিলিকে সংবর্ধনা